লেবাননের প্রবীণ বিএনপি নেতাকে বিদায়ী সংবর্ধনা

লেবাননের প্রবীণ বিএনপি নেতা ও লেবানন বিএনপির উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মানিক মোল্লাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্ধরা।

রবিবার (১ মার্চ) দুপুরে বিদায়ী সংবর্ধনা দিতে প্রবাসী বাংলাদেশীরা লেবাননের আন্তর্জাতিক রফিক হারেরী বিমানবন্দরে উপস্থিত হোন। সেখান থেকে বিকেল তিনটায় দেশের উদ্দেশ্যে লেবানন ত্যাগ করেন প্রবীণ নেতা মানিক মোল্লা।

দীর্ঘ ১৮ বছর প্রবাস জীবনে লেবানন বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও চার বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন সহ লেবানন যুবদলের প্রতিষ্ঠাতা ও বৈদেশিক প্রবাসী কল্যাণ পরিয়দের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করে ছিলেন তিনি।

জানাযায়, তিনি শারীরিক অসুস্থতা কারনে চার মাসের ছুটিতে চিকিৎসাসেবা নিতে বাংলাদেশে যাচ্ছেন।

এসময় প্রবীণ নেতা মানিক মোল্লা সকল দলের নেতৃবৃন্দুদের দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন, কান্নাজড়িত কন্ঠে সবার কাছে দোয়া কামনা করেন এবং সবার মঙ্গল কামনা করেন। পাশাপাশি লেবাননে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের কাছে তিনি তার শারীরিক অসুস্থতার জন্য দোয়া কামনা করেন।

উপস্থিত সকল নেতৃবৃন্দরা সেময় বিমানবন্দরেই তার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসহাক।

বিমানবন্দরে প্রবীণ এই নেতাকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন রানা, সাধারন সম্পাদক ইয়াকুব, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম, যুবদলের সভাপতি গাজী রফিক, সাধারন সম্পাদক কামরুল ইসলাম টিপু, শ্রমিক দলের সভাপতি দিদারুল আলম, শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান টিটু, জাতীয়তাবাদী মহিলাদলের নেতৃবৃন্দ সহ অনন্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

এশিয়াবিডি/ হেলাল/ মুবিন

আরও সংবাদ