পুলিশের গাড়ি যখন নিয়ন্ত্রণ হারায়!
মৌলভীবাজার পুলিশ লাইনের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে ৭ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার ( ৩ মার্চ) বিকেলে কুলাউড়া উপজেলা যাওয়ার পথে মাথিউরা চা বাগান এলাকায় এ ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই আলমগীর হোসেন (৪৫),কন্সেটেবল নাজিম উদ্দিন (৩০), আব্দুল মুকিত (৩৫), আলামিন(২৮), মোঃ সাইদুর রহমান (৩৮), জাহিদ হোসেন(৩৩) ও চালক শাকিল আহমেদ (৪০)।
এদের মধ্যে কন্সেটেবল আল-আমিনকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে ও মোঃ সাইদুর রহমান মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকি ৫ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশ লাইনে ফিরে যান।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসেম জানান, বড়লেখা উপজেলায় একজন মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় সালাম জানানোর জন্য জেলা পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্যরা রওনা দিয়েছিলেন। পথে কুলাউড়া উপজেলার মাথিউরা চা বাগান এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তারা আহত হন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ