ফুলের টবেও গাঁজা চাষ!

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফুলের টবে গাঁজা চাষ করে ধরা খেল যুবক। তার নাম শাকিল। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে তাকে আটক করে র‌্যাব-১১।

শনিবার (৭ মার্চ) র‌্যাবের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, শাকিলের দেওয়া তথ্যমতে তার বাসার ছাদ থেকে প্লাস্টিকের তৈরি টবে লাগানো ৩টি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। শাকিল আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তার বাসার ছাদে গাঁজার চাষ করে আসছে। তার বিরুদ্ধে মাদক আইনে ২টি মামলা রয়েছে। আর এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ