তাদের জালে উঠে এলো রুবাইয়ার লাশ!

রাজশাহীর পদ্মা নদীতে বর-কনেবাহী দুটি নৌকাডুবিতে নিখোঁজ থাকা শিশু রুবাইয়া আক্তার স্বর্ণার (১৩) লাশ পাওয়া গেছে।

রোববার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে রাজশাহীর লালন শাহ্ মুক্তমঞ্চের সামনে পদ্মা নদীতে জেলেদের জালে তার লাশ উঠে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি জানান, জেলেদের জালে স্বর্ণার লাশ আটকার পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করে। এছাড়া বেলা ১১টার দিকে আরেকটি নৌকা উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে ডুবে যাওয়া দুটি নৌকাই উদ্ধার করা হয়েছে। এখনও কনেসহ ‍দুইজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। বিআইডব্লিউটিএ, নৌ-পুলিশ এবং বিজিবিও উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

উল্লেখ‌্য, গত ৬ মার্চ সন্ধ্যায় বিয়ে পরবর্তী অনুষ্ঠান শেষে বরের বাড়ি থেকে কনের বাড়িতে যাওয়ার পথে রাজশাহীর পদ্মা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এখনো কনেসহ দুইজন নিখোঁজ রয়েছেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ