অতঃপর ওয়ানডেতে নতুন অধিনায়ক তামিম ইকবাল
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো ওপেনার তামিম ইকবালকে। মাশরাফির বিদায়ের পর নতুন অধিনায়কের নাম ঘোষণা করে বিসিবি। পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে দলের দায়িত্ব পালন করবেন তামিম। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত তামিমই থাকবেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
রবিবার (৮ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের সভাশেষে এ সিদ্ধান্ত জানানো হয়। দ্বিতীয় দফায় তামিমের অধিনায়কত্বের শুরুটা হবে পাকিস্তান সফরের একমাত্র ওয়ানডে ম্যাচ দিয়ে।
গত ফেব্রুয়ারি মাসে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর মাশরাফিকে অধিনায়কত্ব ছেড়ে দিতে হবে। সেই সঙ্গে মার্চ মাসেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে।
প্রাথমিকভাবে বোঝাই গিয়েছিল, মাশরাফির রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করার দৌড়ে এগিয়ে থাকবেন তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল। এদের মধ্যে মাহমুদউল্লাহ আবার টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ায়, তার দিকেই পাল্লা ভারী ছিলো।
তবে শেষ পর্যন্ত মাহমুদউল্লাহ নয়, তামিমকেই বেছে নিয়েছে বোর্ড। এর আগে বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের অধিনায়কত্ব করেছেন তামিম। সে সিরিজের তিন ম্যাচে মাত্র ২১ রান করেছিলেন তিনি, দলও হোয়াইটওয়াশ হয়েছিল ০-৩ ব্যবধানে।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান