২০ টন পাঠ্যবই আটক!
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শ্রেণির নতুন ও পুরানো প্রায় ২০ টন সরকারি পাঠ্যবই বিক্রির সময় আটক করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (০৯ মার্চ) সকালে উপজেলা সদরের রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষ থেকে এই বই ট্রাকে ভরে নিয়ে যাওয়ার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে আটক করেন।
৬ষ্ঠ থেকে নবম শ্রেণির এই বই ১৩ টাকা ৭৫ পয়সা দরে সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।
অভিযুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার তালুকদার দাবি করেন, নতুন বই রাখার স্থান না থাকায় ২০১৮ সালের পুরনো বই ও ২০১৯ সালের নতুন বই একই স্থানে থাকায় কিছু নতুন বই মিশে যেতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার জানান, নিয়ম অনুযায়ী ২০১৮ সাল পর্যন্ত পুরাতন বই বিক্রির অনুমতি থাকলেও ২০১৯ সালের বই বিক্রির অনুমতি নেই। শিক্ষা কর্মকর্তা গোপনে নতুন এ সব বইও বিক্রি করেছেন।
এ ঘটনায় রাজাপুর থানায় জিডি করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ