ট্রাম্পের কনফারেন্সে অংশ নেওয়া ব্যক্তির করোনা শনাক্ত


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কনফারেন্সে অংশ নেওয়া এক ব্যক্তির শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। খবর ‘সিএনএন’।

এ বিষয়ে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন জানিয়েছে, গত শনিবার (৭ মার্চ) ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের অক্সন হিলে ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’ অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ওই কনফারেন্সে যোগ দেওয়া এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ওই ব্যক্তি কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে উপস্থিত ছিলেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি।

এমনকি কনফারেন্সে ওই ব্যক্তিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছিও যেতে দেখেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র।

এ ব্যাপারে ট্রাম্প বলেছেন, কনফারেন্সে করোনা আক্রান্ত ব্যক্তির উপস্থিতির খবর আমি শুনেছি। তবে এই ঘটনায় আমি মোটেও উদ্বিগ্ন নয়।

এ দিকে এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৩০টি অঙ্গরাজ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯ জন। আর আক্রান্ত রোগীর সংখ্যা চারশ ছাড়িয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ