করোনায় বিমানের ফ্লাইটে ধস!

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ফ্লাইটে ধস নেমেছে। কমে গেছে অর্ধেকের বেশি ফ্লাইট। এরই মধ্যে ৭৪টি ফ্লাইট কমেছে। এতদিন সপ্তাহে বিমানের ১৪২টি ফ্লাইট ছিল।

সোমবার (৯ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাইরাসটির সংক্রমণের আশঙ্কায় যাত্রী কমে যাওয়ায় রাষ্ট্রায়ত্ত সংস্থাটি এ সিদ্ধান্ত নিয়েছে।

মোকাব্বির হোসেন জানান, ১০টি রুটে বিমানের ১৪২টি ফ্লাইট ছিল। ৭৪টি কমানো হয়েছে, বর্তমানে ৬৮টি ফ্লাইট চালু থাকল।

রবিবার (৮ মার্চ) বিকাল সাড়ে তিনটার দিকে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তাদের রাজধানীর একটি হাসপাতালের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে দুইজন ইতালি থেকে এসেছেন। তাদের বয়স ২০ থেকে ৩৫ বছর।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ