রাজনগরে ‘ভুয়া’ সিআইডিকে গণপিটুনি, পুলিশে সোপর্দ

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সিআইডি কর্মকর্তা পরিচয়দানকারী এক প্রতারককে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

পরে তাকে থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়েছে। এসময় তার কাছ থেকে একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টেংরাবাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার টেংরা বাজারের আরিশা ভেরাইটিজ স্টোরে যান এক ব্যাক্তি। এসময় তিনি নিজেকে সিআইডি ইন্সপেক্টর পরিচয় দিয়ে দোকানে তল্লাশি চালাতে থাকেন। দোকানদারকে বিভিন্ন ভাবে ভয়ভিতি দেখাতে থাকেন। তার আচরণে সন্দেহ হলে ওই দোকানদার আশেপাশের মানুষকে ডেকে আনেন।

এসময় স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে রাজনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানায়, তার নাম মো. ইউনুছ মিয়া (৩৫)। সে কুমিল্লা জেলার লাকসাম থানার বড়বাম এলাকার নুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে সিআইডি’র নাম ব্যবহার করা একটি পরিচয়পত্র উদ্ধার করা হয়। এতে নাম লেখা রয়েছে শ্রী নিবারন চৌধুরী।

এঘটনায় রাজনগর থানার এসআই আবু মোকসেদ পিপিএম বাদী হয়ে রাজনগর থানায় মামলা দায়ের করেছেন।

রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, আটক ব্যাক্তি সিআইডি পরিচয়ে প্রতারণা করার চেষ্টা করে। এসময় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। তার বিরোদ্ধে থানায় মামলা হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ