জয় বাংলা ও জিন্দাবাদ নিয়ে রিজভীর যুক্তি

মহান মুক্তিযুদ্ধের অনুপ্রেরণাদায়ী স্লোগান জয় বাংলা। এটাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর বিরোধিতা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মন্তব্য করেন—জাতীয় স্লোগান হিসেবে জয় বাংলার চেয়ে জিন্দাবাদ বেশি যুক্তিসংগত।

জিন্দাবাদের পক্ষে যুক্তি দিয়ে রিজভী বলেন, ‘জয় বাংলা মানে বাংলার জয় হোক। যখন বাংলা পরাধীন ছিল তখন জয়ের প্রশ্ন এসেছে। একাত্তরে জয় বাংলা স্লোগান ছিল, মানুষ দিয়েছে। পরে দেশ স্বাধীন হয়ে গেছে, এখন দেশটা টিকে থাকার ব্যাপার। চারদিকে আধিপত্যগামী বিভিন্ন দেশ আছে বা বাংলাদেশকে যারা ছোট করে রাখতে চায়, খাটো করে রাখতে চায় তাদের আধিপত্য বজায় রাখতে চায়। এই সমস্ত জায়গা থেকে সবচেয়ে বড় হচ্ছে যে, বাংলাদেশকে টিকে থাকা, এই টিকে থাকার জন্য অপরিহার্য স্লোগান হচ্ছে জিন্দাবাদ, জিন্দা থাকতে হবে।’

বুধবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘কে কোন স্লোগান দেবেন, কোন রাজনৈতিক দল কীভাবে স্লোগান দেবেন, কী স্লোগান দেবেন—সেটা আদালতের রায় দিয়ে নির্ধারিত হয় না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—বিএনপি নেতা খায়রুল কবির খোকন, আবুল খায়ের ভুঁইয়া, হাবিবুল ইসলাম হাবিব, আবদুস সালাম আজাদ, আনোয়ার হোসেন বুলু প্রমুখ।

মঙ্গলবার (১০ মার্চ) জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। দুই বছর আগে ২০১৭ সালে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। আবেদনের পক্ষে ছিলেন আবেদনকারী নিজেই।

২০১৭ সালের ডিসেম্বরের ৪ তারিখে ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। রুলে জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছিলেন হাইকোর্ট। পরে ৫ ডিসেম্বর থেকে এ রুলের শুনানি শুরু হয়। রুলের বিবাদীরা হচ্ছেন—মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিব।

২০১৭ সালের ৪ ডিসেম্বর হাইকোর্টের রুল জারি করার পর বশির আহমেদ বলেছিলেন, জয় বাংলা হচ্ছে আমাদের জাতীয় প্রেরণার প্রতীক। পৃথিবীর ৬০টি দেশে জাতীয় স্লোগান আছে। কিন্তু বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য যে আমরা আমাদের চেতনার সেই জয় বাংলাকে স্বাধীনতার এতদিন পরেও জাতীয় স্লোগান হিসেবে পাইনি।

জয় বাংলা কোনো দলের, কোনো ব্যক্তির স্লোগান নয় জানিয়ে এটাকে ন্যাশনাল ইউনিটি উল্লেখ করে তিনি আরও বলেন, এই স্লোগান দিয়ে এক দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ