প্রেম করে বিয়ে করায় …

কুড়িগ্রামে প্রেম করে বিয়ে করায় দুই দিন ধরে শিকলবন্দি থাকা এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে মেয়েটিকে শিকলমুক্ত করে থানায় আনেন। পরবর্তী পদক্ষেপের জন্য মেয়েটিকে সমাজসেবা কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী সদর উপজেলার হলোখানা ইউনিয়নে মেয়েটির বাড়ি থেকে তাকে শিকলমুক্ত করে থানায় আনা হয়েছে। মেয়েটিকে উদ্ধারের সময় তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। মেয়েটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।

এলাকাবাসী জানিয়েছেন, ওই শিক্ষার্থী পরিবারের সম্মতি ছাড়াই এক যুবককে গোপনে বিয়ে করেন। বাবা-মা জানতে পেরে মঙ্গলবার সকালে শিকল দিয়ে তার পা বেঁধে রাখেন। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে খবর দেন। পরে কুড়িগ্রাম সদর থানার ওসি, সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে শিকলমুক্ত করে পুলিশি হেফাজতে নেন।

হলোখানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক জানান, এভাবে কাউকে শিকলবন্দি করে রাখা অমানবিক। স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে পুলিশের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, খবর পেয়ে শিকলবন্দি মেয়েটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। মেয়েটি এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে।

সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম হাবিবুর রহমান বলেছেন, মেয়েটিকে আইন অনুযায়ী তার প্রকৃত অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে। অভিভাবকরা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালে সেফ হোমে পাঠানো হবে।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ