নিয়ন্ত্রণ হারিয়ে খালে মোটরসাইকেল, নিহত-১
গোপালগঞ্জের মুকসুদপুরে এক মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে মোটরসাইকেলের চালক সুমন দেবনাথ (৩৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে মুকসুদপুরের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।
নিহত সুমন মুকসদুপুরের ফুলবাড়ীয়া গ্রামের সুধির দেবনাথের ছেলে। তিনি উজানী বাজারে এক দোকানের কর্মচারী ছিলেন।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হাসান জানান, সকালে মোটরসাইকেলে করে উজানী বাজার থেকে মুকসুদপুর যাচ্ছিলেন সুমন। এ সময় মোটরসাইকেলটি বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে ফেলে দেয়।
এতে ঘটনাস্থলেই সুমন নিহত হন। খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। পরে তা মুকসুদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
ওসি আবুল কালাম আজাদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

