কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে এক তরুণ নিখোঁজ
মৌলভীবাজারের কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে মারুফ নামের এক তাবলীগ জামাত কর্মী নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ তরুণের সন্ধ্যান পাওয়া যাচ্ছেন না। নিখোঁজ ব্যক্তির সন্ধ্যানে কাজ উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
নিখোঁজ ব্যক্তি নারায়নগঞ্জের ফতোল্লাহ এলাকার এসএসি ফলপ্রার্থী মারুফ।
স্থানীয় সূত্রে জানা যায়, নারায়নগঞ্জ থেকে তাবলীগ জামাতের সঙ্গে শেরপুরের একটি মসজিদে এসেছেন। দুপুরে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোজঁ তরুণ সাঁতার দিয়ে নদীর মধ্যখানে চলে যায়। পরে তার খোঁজ পাচ্ছেন না সঙ্গীরা। খবর পেয়ে সিলেট ও উসমানিনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে উদ্ধার অভিযানে নামে।
তাবলীগ জামাতের এক সদস্য বলেন, “নারায়নগঞ্জ থেকে আমরা ২০জন মৌলভীবাজারের শেরপুর এলাকার আবাসিক মসজিদে এসেছি। নিখোজ মারুফ আমার সাথে এসেছিল। আমরা তিনজন গোসল করতে নেমেছিলাম। আমি যখন নদীর পাড়ে উঠি তখন মারুফকে খোঁজে পাচ্ছিলাম না”।
এবিষয়ে উসমানীনগর ফায়ার সার্ভিসের স্ট্রেশন অফিসার মো. রাজা মিয়া বলেন, “আমরা প্রায় দু’ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালাচ্ছি। আপ্রাণ চেষ্টা করছি যাতে নিখোঁজ ব্যক্তির সন্ধ্যান পাই। সিলেট ফায়ার সার্ভিসের একজন ডুবোরি বর্তমানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন”।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ