বিল পরিশোধে বিলম্ব হওয়ায় একি করলেন পিয়ন!

ব্রাহ্মণবাড়িয়ায় সিভিল সার্জনের কার্যালয়ের হিসাবরক্ষক হুমায়ূন কবিরকে রড দিয়ে পিটিয়েছেন ওই কার্যালয়ের পিয়ন জুয়েল মিয়া।

দাবিকৃত বিল না পেয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে হিসাবরক্ষকের কক্ষেই তাকে পেটান পিয়ন জুয়েল মিয়া। এ ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ূন কবির জানিয়েছেন, দুই দিন আগে জুয়েল মিয়া ছয় মাসের রিকশাভাড়ার একটি বিল জমা দেন। এ বিল দেওয়ার জন্য হুমায়ূনের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। বিল দিতে দেরি হওয়ায় বুধবার হুমায়ূনকে দেখে নেয়ার হুমকি দেন জুয়েল। আজ সকালে কার্যালয়ে এসে হুমায়ুনের কক্ষে ঢুকে তাকে রড দিয়ে পেটাতে শুরু করেন জুয়েল। এ সময় কার্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর জুয়েল সেখান থেকে সটকে পড়েন।

হুমায়ূন কবির আরো জানান, নিয়ম অনুযায়ী, যাদের বাইসাইকেল আছে, তারা রিকশাভাড়া পাবেন না। জুয়েলের বাইসাইকেল থাকার পরও তিনি ছয় মাসের রিকশাভাড়ার বিল জমা দেন। বিল পরিশোধে বিলম্ব হওয়ায় ক্ষুব্ধ হয়ে হামলা চালান জুয়েল।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন শাহ আলম বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ