তামাবিল ইমিগ্রেশন দিয়ে যাতায়াত কমে গেছে
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। এ কারণে শুক্রবার থেকে সিলেটের তামাবিল ইমিগ্রেশন দিয়ে ভারতে প্রবেশ বন্ধ হয়ে যেতে পারে বলে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশের সূত্র আভাস দিয়েছে। তবে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে প্রবেশে কোনো নিষেধাজ্ঞা নেই।
করোনাভাইরাসের প্রভাবে বন্দর দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপারও কমে গেছে বলে জানিয়েছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা মো. রুমি।
তিনি জানান, করোনা সংক্রমণের পর তামাবিল দিয়ে পর্যটক আসা-যাওয়ার হার অনেকটা কমে গেছে। বৃহস্পতিবার ও আগের দিন যথাক্রমে ৪৭ জন ও ৩৮ জন পর্যটক বাংলাদেশে প্রবেশ করেছেন। একইভাবে এ দুই দিনে খুব কম সংখ্যক পাসপোর্টধারী ভারতে গিয়েছেন।
এদিকে, পাথর ও কয়লা নিয়ে তামাবিল স্থলবন্দরে আসা ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুই দিনে সবমিলিয়ে সহস্রাধিক ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুস সাকিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এই স্থলবন্দরে ভারত ছাড়াও ভুটান ও সিকিমের ট্রাক চালকদের যাতায়াত রয়েছে। এ কারণে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
স্থলবন্দরে দুটি মেডিকেল টিম কাজ করছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেডিকেল টিমের সদস্যরা আগত পর্যটক ও ট্রাক ড্রাইভারদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলবে বলে জানান তিনি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ