লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে যাওয়া প্রবাসীদের ফ্লাইট বাতিল

বিশ্বব্যাপি করোনাভাইরাসের (COVID-19) বিকট প্রাদুর্ভাব ঘটায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ লেবানন হতে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে।

বৈরুতে থাকা বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, লেবানন থেকে বিশেষ কর্মসূচির আওতায় যার স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে নাম নিবন্ধন করেছিলেন তাদের ফ্লাইট বাতিল করা হয়েছে।

নিবন্ধনকৃত ৪৭০ জনের ক্লিয়ারেন্স পাওয়ার পর বৈরুত বাংলাদেশ দূতাবাস টিকেট বিতরণ করেছিল।

ইতিমধ্যে ১১,১২,১৩ মার্চের বিভিন্ন ফ্লাইটে কিছু প্রবাসী দেশে ফেরত যেতে পারলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ার কারনে দেশে ফেরার জন্যে বুকিং দেয়া ১৯ মার্চের ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জরুরী বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস তাদের নিজস্ব ফেসবুক পেইজ সহ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।

যারা ১৯ মার্চের ফ্লাইটে দেশে ফেরত যাওয়ার টিকেট পেয়েছেন এমন বাতিল হওয়ার পর আবার কবে যেতে পারবেন অর্থাৎ সেই দিন/তারিখ খুব শীঘ্রই জানানো হবে বলে দূতাবাস আস্বস্ত করেছে।

এশিয়াবিডি/হেলাল/কামরান

আরও সংবাদ