করোনা: লেবাননে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
রাষ্ট্রপতি মিশেল আউন লেবাননে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে একটি জাতীয় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।
১৫ মার্চ ( রবিবার) বিকেলে বাবদা (সংবাদ ভবনে) প্যালেসে লেবাননের করোনাভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়ে উচ্চতর প্রতিরক্ষা কাউন্সিল বৈঠক করেছে।
রাষ্ট্রপতি মিশেল আউনের সভাপতিত্বে এই অধিবেশনটিতে সেনা কমান্ডার জেনারেল জোসেফ আউন ও জেনারেল সিকিউরিটি প্রধান মেজর জেনারেল আব্বাস ইব্রাহিম ছাড়াও প্রধানমন্ত্রী হাসান দিয়াবসহ বেশ কয়েকটি মন্ত্রী উপস্থিত ছিলেন।
লেবাননের বেসরকারী হাসপাতালের সিন্ডিকেটের প্রধান এবং রেড ক্রস লেবাননের প্রধান সহ করোনভাইরাসকে মোকাবেলায় মন্ত্রিসভা কমিটির সদস্যরাও বৈঠকে উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস সংক্রান্ত জরুরি মন্ত্রিসভা অধিবেশনটিও বিকেল চারটায় অনুষ্ঠিত হয়। বাবদাতে (সংবাদ ভবন) অধিবেশন চলাকালীন উচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের সুপারিশ নিয়ে আলোচনা হয় ।
ভাইরাস’র প্রাদুর্ভাবের প্রতিক্রিয়া হিসাবে অনেক রেস্তোঁরা, বার এবং শপিং মল বন্ধ হয়ে গেছে এবং অনেক সরকারী ও বেসরকারী সংস্থা তাদের অফিস কার্যক্রম স্থগিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে লেবাননে প্রথম করোনাভাইরাস রোগী ২১শে ফেব্রুয়ারি চিহ্নিত করা হয়, এখন পর্যন্ত আক্রান্তে সংখ্যা ৯৯ জনে দাঁড়িয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে ।
এশিয়াবিডি/হেলাল/কামরান/সাইফ