সাংবাদিক ফয়ছল আজাদের পরিবারকে ইউকে বাংলা প্রেসক্লাবের সহায়তা
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় রাজনগর প্রেসক্লাবের সহ- সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক, কবি,আহমদ ফয়ছল আজাদের পরিবারকে ইউকে বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
সোমবার ১৬ মার্চ উনার বাবা মোঃ আজাদ মিয়া ও ভাই হুমায়ুন রশীদের কাছে এই আর্থিক সহযোগীতা হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, ইউকে বাংলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুনজের আহমদ চৌধুরী, ইউকে বাংলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খছরু, রাজনগর প্রেসক্লাব সভাপতি আউয়াল কালাম বেগ, সহ সভাপতি মোঃ আবদুল আজিজ, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি মোঃ হোসাইন আহমেদ ও বাংলাদেশের খবরের প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন প্রমুখ।
এশিয়াবিডি/ফুয়াদ/মোজাহিদ

