১৩টি গাড়ি পেল মৌলভীবাজার পুলিশ
পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষে মৌলভীবাজারে আইজিপি’র দেয়া ১৩টি গাড়ি হস্তান্তর করা হয়েছে।
সোমবার ১৬ মার্চ দূপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গাড়িগুলো বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়।
সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল) আশরাফুজ্জামান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ পুলিশের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ ।
পুলিশ হেডকোয়াটার্স থেকে প্রাপ্ত ১টি জিপ, ৪টি ডাবল কেবিন পিকআপ, ১টি মাইক্রোবাস ও ৭টি মোটর সাইকেলসহ মোট ১৩ টি যানবাহন সরবরাহ করা হয়। গাড়িগুলি সদর থানা, কুলাউড়া থানা ও শ্রীমঙ্গল থানাকে দেয়া হয়েছে এবং মোটর সাইকেলগুলো ট্রাফিক বিভাগ ও সদর থানায় দেয়া হয়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ