আল্লাহর রহমতে করোনা চলে যাবে : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আল্লাহর রহমতে করোনা ভাইরাস চলে যাবে। যেহেতু নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি। সুতরাং এই নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিতে পারবো না।
সোমবার (১৬ মার্চ) বিকালে ইসির এটিআই ভবনে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় করণীয় ঠিক করতে আয়োজিত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা শঙ্কিত। আশঙ্কা ও দুশ্চিন্তাও আছি। তবুও ১ মার্চ ঢাকা-১০ আসনের উপনির্বাচনটা পেছাতে চাচ্ছি না। এর মধ্যেই আমাদের কাজ করতে হবে।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) সব ধরনের জনসমাগম না করার নির্দেশনা বিষয়টি সাংবাদিকরা সামনে আনলে সিইসি বলেন, আমার এখনই বিষয়টি টেক আপ করব। মেসেজটা যেন পৌঁছে দিতে পারে, সেজন্য ব্যবস্থা নেব। আমাদের যত নির্বাচন আছে, সবগুলোতে। প্রার্থীরা যেন সীমিত আকারে অন্য ডিভাইসে প্রচার করেন, যেন জনসভা, পথসভা পরিহার করেন, সে অনুরোধ করব।
তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় আমরা একটা মডেল। যেকোনো ক্রাইসিসের সময় লোকজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। পৃথিবীর অনেক দেশেই এই স্বতঃস্ফূর্ততা নেই। এই শক্তি আমাদের আছে। এই শক্তিকে সামনে রেখেই বলবো যে, দুর্যোগ যাই আসুক মোকাবিলা করা যাবে। করোনা ভাইরাসও মোকাবিলা করা যাবে। আমরা নির্বাচনটা পেছাতে চাচ্ছি না।
করোনা ভাইরাস মোকাবিলায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চকিস) নির্বাচন, পাঁচ আসনের উপনির্বাচনসহ সব নির্বাচনের প্রার্থীদের প্রচার কাজে জনসভা, পথসভা পরিহার করার কথাও বলেন তিনি। আগামী ২৯ মার্চ চসিক নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় অন্যদের মধ্যে তিন নির্বাচন কমিশনার, ইসি সচিব, ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ