বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে র‌্যালী ও দোয়া

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ র‌্যালী করেছে আলহাজ মো. মখলিছুর রহমান ডিগ্রি কলেজ।

মঙ্গলবার সকালে কলেজের ক্যাম্পাস থেকে র‌্যালী বের হয়। র‌্যালীতে অংশ নেন কলেজের প্রতিষ্ঠাতা এম.আর গ্রুপের চেয়ারম্যান এম.এ. রহিম (সিআইপি), কলেজের দাতা সদস্য মুজিবুর রহমান মুজিব, কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, হিসাববিজ্ঞান প্রভাষক অনিন্দু বিকাশ দে, ইংরেজী প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক, অর্থনীতি প্রভাষক কাকালি ভট্রচার্য ও জনি দত্ত, রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক নিরুপম দাস, দর্শন বিভাগের প্রভাষক মো. সামছুল মিয়া, ইসলামে ইতিহাস ও সংস্কৃতি প্রভাষক এখলাছুর রহমান, বাংলা প্রভাষক মো. জাকির হোসেন ও ফাহমিদ বেগম, ইংরেজী প্রভাষক মাহমুদ হাসানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিসেস করপুলনেছা এতিমখানা ও হাফিজিয়া মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ