মৌলভীবাজারে ৪৩ জন হোম কোয়ারেন্টাইনে
করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কায় মৌলভীবাজারে ৪৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) মৌলভীবাজারের সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় প্রথমে ২৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। পরে একজনের যক্ষ্মা রোগ শনাক্ত হওয়ায় এ সংখ্যা ২৩ জনে নেমে আসে। কমলগঞ্জ উপজেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ১০ জন, বড়লেখায় ২ জন, জুড়ীতে ১ জন, কুলাউড়ায় ৫ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২ জন। রাজনগর উপজেলায় কাউকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়নি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদ আহমেদ বলেন, জনস্বার্থে বিদেশফেরত সবাইকে দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

