নিজের খাবার ভাগ করে খেতেন বঙ্গবন্ধু

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের খাবার অসহায়দের নিয়ে ভাগ করে খেতেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৭ মার্চ) জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাঙালিকে জাতি হিসেবে আত্মপরিচয়ের মর্যাদা এনে দেওয়ায় শেখ মুজিবুর রহমান আজ জাতির পিতা। এসময় জন্মশতবার্ষিকী উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান তিনি।

এর আগে, মঙ্গলবার রাত ৮টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মাধ্যমে শুরু হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান ‘মুক্তির মহানায়ক’।

আতশবাজির পরপরই জাতীয় সংগীত পরিবেশনা করেন শিশু-কিশোররা। এরপর মূল অনুষ্ঠান শুরু হয়।

এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

আরও সংবাদ