আতশবাজির মধ্য দিয়ে মৌলভীবাজারে শুরু হলো মুজিববর্ষের অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণ উপলক্ষ্যে মৌলভীবাজারে আতশবাজি প্রদর্শনী করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ ) রাত ৮টা বাজার সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি প্রদর্শন করা হয়। আতশবাজির লাল, সবুজ, নীল, গোপালী, হলুদ রংয়ে আলোকিত হয়ে ওঠে পুরো শহর। এসময় শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন। জয় বাংলা, শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ।
এদিকে একে একে আতশবাজি ফুঠছে, তাই শহরের মানুষরা তা দেখার জন্য সারা মাঠজুড়ে জড়ো হতে থাকেন। যারা আসতে পারেন নাই তারা বাসা-বাড়ীর ছাদে দাঁড়িয়ে আতশবাজির বর্ণিল ঝলকানি উপভোগ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ
