স্পেনে ১৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত
চীনের সীমা ছাড়িয়ে যেসব দেশে করোনা ভাইরাস ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে সেগুলোর মধ্যে স্পেনের নামও রয়েছে। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত ১১ হাজার ৮২৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে রয়েছেন ১৬ জন বাংলাদেশি।
স্পেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ১৬ জন বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য অনুযায়ী, স্পেনে করোনায় আক্রান্ত ১৬ বাংলাদেশির মধ্যে ১৫ জনই থাকেন রাজধানী মাদ্রিদে। এছাড়া আরেকজন থাকেন কাতালোনিয়ার বার্সেলোনায়।
বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহি শুরু থেকেই করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের খোঁজখবর রাখছেন। তিনি জানান, রাজধানী মাদ্রিদে যে ১৫ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকি ৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থা খারাপ হলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
এ দিকে ইউরোপের দেশ স্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন ৫৩৩ জনে পৌঁছেছে। সারা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৮ হাজার ১০ জনের।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

