এশিয়াবিডি’র সকল গণমাধ্যমকর্মীদের বিশেষ নির্দেশনা
বিশ্বব্যাপী চলমান করোনাভাইরাস মারাত্মক আকার ধারণ করেছে। পৃথিবীর অনেক দেশ নিজেদের দেশ ও শহর লকডাউন ঘোষণা করেছে। বিশেষ প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে অনেক দেশের সরকার প্রধান। বর্তমানে বাংলাদেশেও করোনাভাইরাসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে।
তাই করোনাভাইরাসের কারণে বিশেষ সতর্কতা হিসেবে নিরাপদ স্থানে থাকা প্রয়োজন।
বিষয়টি বিবেচনায় এশিয়াবিডি২৪ডটকম কতৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে যে, করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশ ও প্রবাসে অবস্থানরত এশিয়াবিডি২৪’র প্রত্যেক এডিটর, রিপোর্টার, ডেস্ক ইনচার্জ সহ প্রত্যেক প্রতিনিধি যার যার অফিসে না গিয়ে বাসায় বসে বা নিরাপদ অবস্থানে থেকে অনলাইনে রিপোর্টিং এবং এডিটিংয়ের যাবতীয় কাজ করবেন।
এই সিদ্ধান্ত মেনে চলতে সকল এডিটর, রিপোর্টার, ডেস্ক ইনচার্জ ও সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ করা যাচ্ছে। সেই সাথে এশিয়াবিডি পরিবারের সাথে যুক্ত সকল পাঠক, সুধী, শুভাকাঙ্ক্ষী সহ দেশবাসীকে নিরাপদ, পরিষ্কার-পরিচ্ছন্ন ও সচেতন থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধক্রমে
বার্তা সম্পাদক
এশিয়াবিডি২৪ডটকম
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

