জুড়ীতে টেকনিক্যাল কলেজ নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

মৌলভীবাজারের জুড়ীতে নির্মাণাধীন তৈমুছ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাছুম রেজা অভিযোগ করে বলেন, বুধবার দুপুরে ভবনের ছাদ ঢালাই কাজ দেখতে যাই। গিয়ে দেখি শ্রমিকরা তাদের ইচ্ছেমত কাজ করছে। এক বস্তা সিমেন্টের সাথে বালু ও পাথর মিশ্রনে ব্যাপক অনিয়ম হচ্ছিল। আমি এ কাজে আপত্তি করলে পার্শ্ববর্তী ঘরে বসে থাকা ঠিকাদার ও ইঞ্জিনিয়ার বেরিয়ে আসেন এবং সেটা সংশোধন করেন। তিনি বলেন, পুরো ভবনে এভাবে অনিয়ম হয়েছে।
প্রত্যক্ষদর্শী উপজেলা যুবলীগ সম্পাদক শেখরুল ইসলাম বলেন, সরকারের ২২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পে এভাবে অনিয়ম চলছে তা সরাসরি প্রত্যক্ষ করলাম।
কর্মস্থলে থাকা ঠিকাদার আব্দুুল মজিদ অভিযোগ অস্বীকার করলে সাথে থাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বড়লেখার উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন অভিযোগ স্বীকার করে বলেন, এ সময় আমরা সামনে ছিলাম না। পরে এসে সেটা সংশোধন করেছি। তিনি বলেন, এর আগে ভবেেনর বেইজ ঢালাইয়ে অনিয়ম হওয়ায় তিনটি বেইজ ভেঙ্গে নতুন করে করিয়েছি।

এশিয়াবিডি/বেলাল/কামরান

আরও সংবাদ