‘লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়নি’
করোনাভাইরাসের কারণে দেশ লকডাউন করার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তাছাড়া আমরা লকডাউনে বিশ্বাসী ও অভ্যস্ত নই বলেও মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আগামী (২০১৯-২০) অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
এম এ মান্নান বলেন, করোনা নিয়ে আমাদের সাবধান হতে হবে, আতঙ্ক নয়। আমরা লকডাউনে বিশ্বাসী নই। সবার প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা সাবধানে কাজ করবেন।
তিনি বলেন, আমাদের আগামী কয়েকদিনের মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে কাজ করতে হবে। সবাইকে একসঙ্গে মিলে এর প্রতিরোধ করতে হবে। এই ভাইরাস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।
করোনার প্রভাবে এডিপি বাস্তবায়নে বাধা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, করোনার প্রভাবে এডিপি বাধাগ্রস্ত হবে। তবে আমরা এই বিষয়ে ব্যবস্থাও নিয়েছি। টাকা কেউ কম খরচ করেছে, কেউ বেশি। তবে আশা করছি বছর শেষে এডিপি বাস্তবায়নের হার ভালো হবে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

