করোনা: সিলেটে মারা যাওয়া নারীর দাফন সম্পন্ন
সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) আইসোলেশনে মারা যাওয়া যুক্তরাজ্য ফেরত মহিলার দাফন সম্পন্ন হয়েছে। ৬১ বছর বয়সী এ মহিলা রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে মারা যান।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার(ডাব্লিউএইচও) গাইড লাইন অনুযায়ী বেলা দেড়টার নগরের হযরত মানিকপীর (রহ.) সিটি কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় বলে জানান সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
এর আগে মারা যাওয়া মহিলার আত্মীয় স্বজনরা জানাযা পড়েন। তিনি গত ২০ মার্চ থেকে এ হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।
সিভিল সার্জন প্রেমানন্দ মন্ডল বলেন, ‘ওই নারী জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন। আজ আইইডিসিআর এর টিমের ওই নারীর রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল।’
গত ৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তিনি। শনিবার পর্যন্ত সিলেট শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ওই নারীসহ চারজন চিকিৎসাধীন ছিলেন।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ