এবার ছাত্রলীগের সাবেক সম্পাদক জাকিরের বিয়ে স্থগিত

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের বিবাহোত্তর বৌভাত ছিল আগামী ৪ এপ্রিল। এ জন্য দাওয়াতপত্রও বিলি করা প্রায় শেষ । কিন্তু করোনাভাইরাসের কারণে এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন জাকির।
তাতে উল্লেখ করেন, বর্তমানে সারাবিশ্বের মতো আমাদের প্রিয় মাতৃভূমিও করোনাভাইরাসে আক্রান্ত। এর ফলে সর্বস্তরের মানুষ অতি উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছে। মূলত ভাইরাসটি সংক্রমিত হয় মানুষের সংস্পর্শে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, যথাসম্ভব গণজমায়েত ও ভিড় এড়িয়ে চলতে। দেশের এমন পরিস্থিতিতে আমি এরকম অনুষ্ঠান করতে পারি না।

তাই ৪ এপ্রিলের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সবাই সচেতনতা অবলম্বন করুন। জনসমাগমস্থল এড়িয়ে চলুন। বার বার হাত ধোন। স্বাস্থ্য বিভাগের দেওয়া প্রতিরোধ ব্যবস্থা মেনে চলুন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে উৎসাহী করুন।

এশিয়াবিডি/বেলাল/সাইফ

আরও সংবাদ