দোয়ারাবাজারে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু।
আশপাশের দশটি বাড়ি লকডাউন।
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে করোনার উপসর্গ নিয়ে আবদুস সালাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায় কিছুদিন আগে তিনি সিলেটের একটি ইটভাটায় কাজ করতেন।গত কয়েকদিন আগে সে শ্রমিকের কাজ ছেড়ে এলাকায় চলে আসেন। এরপর থেকে বেশ কয়েকদিন ধরে ওই যুবক সর্দি, জ্বর ও কাশিতে ভুগছিলেন। অসুস্থ থাকাবস্থায় তিনি গলা শুকিয়ে যাওয়ার কথা বলতেন। প্রচন্ড জ্বর সর্দি ও কাশি নিয়ে সে বেশ কয়েকদিন বাঁচার জন্য লড়াই করেছিলেন। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে ওই যুবক মারা যাওয়া। পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দোয়ারাবাজার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন জানিয়েছেন, আজ বুধবার (৮ এপ্রিল) সকালে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হবে। পরবর্তীতে রিপোর্ট আসার পর জানিয়ে দেওয়া হবে ওই যুবকের করোনা ছিল কি না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা জানান, যুবকের মৃত্যুর পর বক্তারপুর গ্রামের ১০টি বাড়িসহ ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।
মৃতের পরিবারকে কঠোর নজরদারিতে নেওয়া হয়েছে।
এশিয়াবিডি/ইসমাইল/কামরান