জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১ জনের মৃত্যু
মৌলভীবাজারের জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের ফুলপুর গ্রামের মৃত কটাই মিয়ার পুত্র আব্দুল আলী(৪০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ।
শনিবার (১১এপ্রিল) জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভুয়াই গ্রামে ঘটনাটি ঘটেছে।
আব্দুুল আলী ওই এলাকার যানবাহনের মেকানিক হিসেবে কাজ করতেন। ঘটনার সময় সে মোটরের লাইন লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
এশিয়াবিডি/মারুফ/কামরান

