আশ্রয় ফাউন্ডেশনের উদ্যোগে কীটনাশক ব্যাবহার

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজারের আনাচে কানাচে ভাইরাস প্রতিরোধক কীটনাশক ছিটানো হয়।

সোমবার (১৩ এপ্রিল) মুন্সিবাজার সেচ্ছাসেবী সংঘঠন আশ্রয় ফাউন্ডেশন এর উদ্যোগে হাইওয়ে রোড, বাগান রোড, সবজি বাজার, মাছ বাজার, মসলা বাজার, মসজিদ রোড সহ বাজারের আনাচে কানাচে জীবাণু প্রতিরোধক কীটনাশক স্প্রে করা হয়।

সাদিফ রিসাত রাহেলের সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাঃ আসাদ আল ইমরান, সন্তুষ সূত্রধর, অজিত, আল মামুন,বিষনু সেন, শুভ্রনীল শুভ, হিমেল, মোজাব্বির খান, মোজাম্মিল খান, আল জায়েদ, পারভেছ, আজিজুর রহমান, মিরাজ, রাহী, রাজা নিপু, আলী, সুরমান, জিছান আহমদ, রুহিদ, অর্নব, শান্ত দাশ, কামরান আহমেদ, ফাহিম খান প্রমূখ।

উদ্যোক্তা সাদিফ রিসাত বলেন, জনসেবা ও জনসচেতনতার লক্ষ্যে, বর্তমান বিশ্বের মহামারি করোনা ভাইরাস থেকে সবাইকে নিরাপদ থাকার জন্য আমরা ভাইরাস প্রতিরোধক এই কীটনাশক স্প্রে করি। তিনি আরো বলেন আমাদের আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত না থাকলে তা আমাদের উপর বিরুপ প্রভাব ফেলতে পারে। তাই আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এশিয়াবিডি২৪/ডেস্ক/কামরান

আরও সংবাদ