জুড়ীতে হঠাৎ তরুণদের মাথা ন্যাড়া করার হিড়িক!

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সারাদেশে চলছে লকডাউন। সে সুযোগে মৌলভীবাজারের জুড়ীতে তরুণ-যুবকদের মধ্যে মাথা ন্যাড়া করার হিড়িক পড়েছে। মূলত গৃহবন্দি থাকতেই তারা ন্যাড়া করছেন বলে জানিয়েছেন।

জানা গেছে এখন পর্যন্ত উপজেলার প্রায় দুই শতাধিক বেশি তরুণ-যুবকরা ন্যাড়া করেছেন।

ন্যাড়া করা এসব তরুণ-যুবকদের মধ্যে কয়েকজন হলেন- সাংবাদিক এমদাদুল হক, আশরাফ আলী ও সাইফুল্লাহ হাসান। এছাড়াও অনেক ছাত্র, ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ।

ন্যাড়া করা এসব তরুণ-যুবারা বলছেন, মাথা ন্যাড়া করলে বন্ধুবান্ধব একটু বেশিই দুষ্টুমি করে। করোনা প্রাদুর্ভাবের কারণে সারাক্ষণ ঘরের মধ্যে থাকতে হচ্ছে, যার ফলে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে না। বন্ধুদের থেকে সম্পূর্ণ নিরাপদ দূরত্ব থাকার কারণেও বেছে নিয়েছেন এই সময়টাকে।

দু’দিন আগে ন্যাড়া মাথা এক তরুনের ছবি পোষ্ট করে ৬ হাজার কমেন্ট প্রত্যাশা করে বলেন এটি পূরণ হলে তিনিও তার মাথা ন্যাড়া করবেন। দু’দিনের মাথায় সেই লক্ষমাত্রা অর্জন হওয়ায় তিনি নিজের ন্যাড়া মাথার ছবি পোস্ট করেন।

তারেক আহমদ বলেন, ‘বর্তমানে কোয়ারেন্টাইনে এবং রমজান মাস আসন্ন থাকায় এই সময়টা বেশিভাগ সময় বাড়িতে থাকার সুযোগ রয়েছে। চুলের সুস্থতা ও সকল বিষয় বিবেচনা করে এমন সিন্ধান্ত নিয়েছি।’

সাংবাদিক আশরাফ আলী তার ন্যাড়া মাথার ছবি ফেইসবুকে পোস্ট করে লিখেন, ‘আমার ব্যাক্তিগত হোমকোয়ারেন্টাইন সফল করতে এমন উদ্যোগ নিয়েছি ।’

আহমেদ তায়েফ বলেন, তাদের গ্রামের প্রায় শতাধিক তরুণ ও যুবক মাথা ন্যাড়া করেছেন। দীর্ঘদিন সেলুন বন্ধ থাকায় খুব কষ্টে দিন কাটাচ্ছি। তার পরেও একমাত্র সেলুন যেখানে সামাজিক দূরত্ব কোনোভাবেই নিশ্চিত করা সম্ভব নয়।তাই ন্যাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলাম।

সাইফুল্লাহ হাসান বলেন, সেলুনে অনেক সময় ভিড় থাকে এছাড়া চুল কাটানোর সময় নাপিতের সংস্পর্শে আসতে হয়। এই দুটো বিষয় চলমান সময়ের জন্য এড়িয়ে চলতে হবে। কারণ করোনা ভাইরাসের সংক্রমণ সেলুন থেকেও হতে পারে। তাই বাড়িতে ন্যাড়া করে জনসমাগম থেকে দূরে থাকা যাবে এবং ন্যাড়া করলে এমনিতেই আর বাড়ির বাইরে যেতে ইচ্ছে করবে না যা হোম কোয়ারেন্টিনের জন্যে ভালো।

ডাঃ আফসার আহমদ বলেন, তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। মাথায় চুল বেশি থাকার কারণে অনেক সময় খুশকি জমে এবং গরমের প্রকোপ বেড়ে যায়। যদি মাথায় চুল না থাকে তাহলে খুশকিও গরমের ঝামেলা নাই।

এশিয়াবিডি/মারুফ/কামরান/সাইফ

আরও সংবাদ