সাঈদির মুক্তি চান রাবি শিক্ষকরা

বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কারামুক্তির দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজের যুগ্ম আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইনের পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণে মানুষের মাঝে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। ইতোমধ্যে অনেক দেশ কারাবন্দীদের মুক্তি দিয়েছে। এ অবস্থায় আল্লামা সাঈদীকে নিয়ে মানুষ গভীরভাবে উদ্বিগ্ন। মানুষ তার মুক্তি চায়।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষক স্বাক্ষর করেছেন। এর মধ্যে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিজাম উদ্দীন, আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হান্নান, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল আহসান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ইমদাদুল হক, ফারসি বিভাগের অধ্যাপক কামাল উদ্দীন, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মাইন উদ্দিন প্রমুখ।

এশিয়াবিডি/ ক্যাম্পাস/ বিজ্ঞপ্তি

আরও সংবাদ