বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সহায়তা দেয়া বন্ধ করছে আমেরিকা
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় আর্থিক সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে কোন অনুদান না দিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্বের এই ক্রান্তিকালে সংস্থাটি দায়িত্ব পালনে ব্যর্থ ও চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ ট্রাম্পের। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীন কেন্দ্রিক বলে বরবারই অভিযোগ করে আসছেন তিনি।
এদিকে, দেশটির যেসব স্টেটে করোনার প্রকোপ কম সেখানে শিগগিরই সামাজিক দুরত্বের বিধিনিষেধ শিথিল করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের গভর্নরদের নিয়ে একটি বৈঠক করা হবে বলেও জানান তিনি।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

