করোনার ঝুঁকি এড়াতে জুড়িতে কাচাঁ বাজার স্থানাস্তর

মৌলভীবাজারের জুড়ির প্রাচীন ঐতিহ্যবাহী কামিনীগন্জ বাজারের রাস্তার দুই পাশের সবজি ও মাছ বাজার বন্ধ করে দিয়েছে প্রশাসন। রাস্তার পাশ থেকে দোকানগুলো সরিয়ে পাশ্ববর্তী সাপ্তাহিক বাজারের নির্ধারিত স্থানে স্থানান্তর করা হয়েছে। আজ বুধবার থেকে এটি কার্যকর এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। আজ বুধবার এ আদেশ দেওয়ার পর থেকে বিক্রেতারা বিভিন্ন পণ্য নিয়ে নির্ধারিত স্থানে বাজার বসিয়েছেন। সামাজিক দূরত্ব মেনে এসব বাজারে মালামাল কিনছেন ক্রেতারা।

বাজার স্থানান্তরের সময় উপস্থিত ছিলেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক, জুড়ি থানার অফিসার ইনর্চাজ জাহাঙ্গীর হোসেন সরদার, জায়ফর নগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা,ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রমুখ।

জুড়ী উপজেলার কামিনীগন্জ (লামাবাজার নামে পরিচিত)বাজারের রাস্তার দুইপাশে কাঁচা বাজার, মাছের বাজার বসার কারনে সব সময় মানুষের ভীড় লেগেই থাকে। এতে করোনা ভাইরাসের ঝুঁকি থেকেই যায়। এ থেকে পরিত্রাণ পেতে হলে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে সরকারি সিদ্ধান্তে বাজারটি অন্যত্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় পাশাপাশি ভবানীগন্জ বাজারকেও স্থানাস্তর করা হবে। ব্যবসায়ীরা ওই স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ দোকান নিয়ে বসবেন।পাশাপাশি ইউপি কর্তৃপক্ষ বাজার দেখভাল করবে। জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাবেচা করতে পারবে। প্রায় শতাধিক সবজি ও মাছ ব্যবসায়ী তাদের মালামাল নিয়ে সেখানে ব্যবসা করবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক বলেন, বাজারে মানুষের ঢল কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বাজারে ক্রেতা-বিক্রেতারা উভয়েরই সামাজিক দূরত্ব নিশ্চিত হচ্ছে না। তাই জনস্বার্থে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য বাজারের নির্ধারিত স্হানে স্থানান্তরের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী এ স্হানে আজ বুধবার থেকে সবজি বাজার ও মাছ বেচাকেনা শুরু হয়। বাজারে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে সব ধরনের লজিস্টিক সাপোর্ট দিবে জায়ফর নগর ইউনিয়ন কর্তৃপক্ষ।

এশিয়াবিডি/বেলাল/কামরান

আরও সংবাদ