ভারতে আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে
লকডাউনের মেয়াদ বাড়ানোর তিন দিনের মাথায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ৯৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৮০ জনে দাঁড়িয়েছে। একই সময় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে ৪১৪ হয়েছে।
রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে ভয়াবহ আকার নিয়েছে। সেখানে ২ হাজার ৯১৬ জন আক্রান্ত। মৃত্যু হয়েছে ১৮৭ জনের। শুধুমাত্র মুম্বাইতেই আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৯৬ জন। দিল্লিতে দেড় হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। এর পরেই রয়েছে তামিলনাড়ু ও রাজস্থান।
এর আগে বুধবার কেন্দ্রীয় সরকার করোনা হটস্পটের তালিকা প্রকাশ করেছিল। এই তালিকায় রয়েছে ১৭০টি জেলা। এর মধ্যে ৬টি মেট্রো শহর ও বেশিরভাগ বড় শহরই রয়েছে। হটস্পটের তালিকায় রয়েছে, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরুর ৯ জেলা, হায়দরাবাদ, চেন্নাই, জয়পুর ও আগ্রা। এছাড়া আরও ২০৭টি জেলা রয়েছে সম্ভাব্য হটস্পটের তালিকায়।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ