সৌদিতে তারাবির নামাজ বাসায় পড়তে হবে
কোভিড-১৯ এর কারণে সামনে আসন্ন রমজান মাসে সৌদি আরবে তারাবিহ’র নামাজ স্থগিত করেছে সৌদি সরকার।
তারা জানান, পাঁচ ওয়াক্ত নামাজের চেয়ে তারাবিহতে লোক সমাগম অনেক বেশি হয়, ফলে করোনার বিস্তার রোধে এই বছর তারাবিহ’র নামাজ বাসায় আদায়ের জন্য উৎসাহিত করা হচ্ছে।
গালফ নিউজ সূত্রে জানা যায়, দেশটির ধর্মমন্ত্রী ড. আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, করোনা ঠেকাতে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় স্থগিতের চেয়েও তারাবিহ নামাজ স্থগিত গুরুত্বপূর্ণ। কারণ এ নামাজে মানুষ সমাগম বেশি হয় করোনা দুর্যোগ কাটিয়ে উঠতে তিনি সকল নাগরিককে আল্লাহর নিকট প্রার্থনা করতে বলেন।একই সাথে অনুরোধ করেন, কোভিড-১৯ আক্রান্ত কেউ মারা গেলে তাঁর জানাজাতেও যেন ৫-৬ জনের বেশি মানুষ উপস্থিত না থাকে।
তিনি আরো বলেন, জানাজা কবরস্থানে নিয়ে পড়া ভাল। কেউ যদি চায় তিনি ঘরে থেকেও জানাজায় অংশ নিতে পারে।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ

