সৌদি আরবে একদিনে রেকর্ড ১১৩২ ; আক্রান্ত ৫ মৃত্যু
১৮ এপ্রিল (শনিবার) আজ নতুন করে সৌদি আরবে একদিনে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ১১৩২ জন কোভিড-১৯ পজিটিভ সনাক্ত করা হয়েছে। এবং করোনার মৃত্যুর মিছিলে নতুন করে যোগ হয়েছে আরো ৫ জন। সৌদি প্রেস এজেন্সি সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। গতকাল ৭৬২ জন আক্রান্ত এবং ৪ জন মৃত্যুবরণ করেছিলেন। এতে আরো বলা হয় নতুন আক্রান্তদের মাঝে ৭৯% নাগরিক প্রবাসী ।
আজ প্রথমবারের মতো সৌদিতে আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গেল। যেখানে গতকালই রেকর্ড ৭৫২ জন আক্রান্ত হয়েছিল সেখানে আজ ১১৩২ জন আক্রান্ত হলেন। যা গতকালের চেয়েও ৩৭০ জন বেশী।
আজ ৫ জন সহ এ নিয়ে সৌদি আরবে করোনা ভাইরাসে মারা গেলেন ৯২ জন।
আজ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৮০ জন। এ নিয়ে সৌদি আরবে মোট সুস্থ হলেন ১৩২৯ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৫৯ জন।
নীচে সৌদি আরবের কোন কোন অঞ্চলে গত ২৪ ঘন্টায় কতজন কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছেন তা দেওয়া হল
মক্কা ৩১৫, জেদ্দা ২৩৬, রিয়াদ ২২৫, মদিনা ১৮৬
দাম্মাম ৮৮, আল-জোবাইল ২৭, তাবুক ১৩, তায়েফ ১০
আল-হাফুফ ৬, বুরাইদা ৫, আল-খোবার ৪, আল-কুনফুদা ৪
আল-দাহরান ২, আবহা ২ এবং রাস তানুরা, আল-মাদিলফ, খামিশ মোশায়েত ,থুরাইবান, আনিজা, জাজান, আল-বাকিরিয়া, হায়েল এবং আল-জফর একজন করে আক্রান্ত হয়েছে।
সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয় কিছুদিন আগে নিশ্চিত করেছিল যে সৌদি আরবে কোভিড-১৯ আক্রান্ত শতকরা ৭০ ভাগ রোগীই প্রবাসী। আজ বলা হয়েছে নতুন আক্রান্তদের শতকরা ৭৯ ভাগ ই প্রবাসী।সৌদি সরকার অবশ্য করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই প্রচুর জরুরী পদক্ষেপ গ্রহন করেছে। করোনা নিয়ে সৌদি সরকারের দিক নির্দেশনা না মানলে আইনগত ব্যাবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছে তারা।
ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে গণপরিবহণ।
সেইসাথে রিয়াদ, মক্কা মদিনা সহ গুরত্বপূর্ণ শহরগুলিতে ২৪ ঘন্টা কার্ফিউ চলছে। নতুন ঘোষণা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এখনপর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত মোট ১৪ জন বাংলাদেশী প্রবাসী মারা গিয়েছেন বলে জানিয়েছে। যার মধ্য আজ একজন বাংলাদেশী সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
এশিয়াবিডি/জাকির/কামরান