জুড়ীতে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় সাগরনাল ইউনিয়নে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে শ্যামল বুনার্জী (২০) নামের এক যুবকের মত্যুর খবর পাওয়া গেছে। তিনি সামান্য জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন।
রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে তার মৃত্যু হয়।
স্থানীয় সুত্র ও প্রতিবেশীদের কেউ বলছেন তরুন চট্টগ্রামে কাজ করতেন। আবার কেউ বলছেন ঢাকা থেকে কিছুদিন পূর্বে বাড়ীতে আসেন। রোববার মারা যাওয়ার আগে তার শরীরে করোনাভাইরাসের কয়েকটি উপসর্গ বিদ্যমান ছিল।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক সোমবার সকাল ১২ টায় এশিয়াবিডিকে জানান, আমরা জানতে পেরেছি যে লোকটি জন্ডিসে আক্রান্ত ছিলেন তবু্ও বিষয়টির খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। নমুনা পরিক্ষার ফলাফল আসলে বুঝা যাবে লোকটি কোভিড-১৯ আক্রান্ত ছিল কি-না।
তিনি আরো বলেন, এলাকাবাসী যাতে বাইরে না যেতে পারে সেজন্য এলাকা লকডাউন করা হয়েছে পাশাপাশি তাদের কাজও বন্ধ রয়েছে।
এশিয়াবিডি/মারুফ/সাইফ