বড় ধরনের ছাড় দিয়েও আবার নেইমারকে চায় বার্সা!
দলবদলের আগে ফের নেইমারকে নিয়ে টানাহেঁচড়া শুরু হয়েছে। এদিকে ব্রাজিলের তারকাকে দলে ভেড়াতে যেকোনো ধরনের পরিবর্তন আনতে চায় বার্সেলোনা।
সামনের দলবদলে নেইমারকে টার্গেট করে রেখেছে বার্সা, এমন খবর যেমন বের হচ্ছে, তেমনি তার বিকল্প অনেকের কথাও শোনা যাচ্ছে।
এদিকে, স্প্যানিশ এক গণমাধ্যমের দাবি, নেইমারকে পিএসজি থেকে ছাড়িয়ে আনতে তিনজন খেলোয়াড় দিতে চায় বার্সেলোনা এবং তিন খেলোয়াড়ই ফ্রান্সের।
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যান নেইমার। আরও দুই বছর সে ক্লাবের সঙ্গে চুক্তি আছে। ফলে ন্যু ক্যাম্পে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফিরিয়ে আনতে হলে বেশ খরচই হয়ে যাবে স্পানিশ কাতালান ক্লাবটির। আর এ কারণে পিএসজিকে তিনজন খেলোয়াড় দেয়ার প্রস্তাব করছে বার্সা। সেই তিন খেলোয়াড় হলেন-স্যামুয়েল উমতিতি, জন-ক্লেয়ার তোবিদো আর উসমান ডেম্বেলে।
এই অদলবদলের প্রসঙ্গ আবারও চলে আসছে মূলত করোনাভাইরাসের আকস্মিক ধাক্কায়। নেইমারকে হয়তো সামনের মৌসুমের জন্য নগদেই কিনে ফেলতে পারতো বার্সা, যদি না করোনার আর্থিক ক্ষতিতে পড়তো।
এশিয়াবিডি/ডেস্ক/কামরান

