করোনা: রমজানে হবে না দারুল ক্বিরাত, ঘোষণা লতিফিয়া সমিতির

প্রতিবছর রমজান মাসে উত্তরপূর্ব ভারত সহ আসামের দুটি উপত্যকার বিভিন্ন অঞ্চলে পবিত্র ক্বোরান শরীফ বিশুদ্ধ পঠন-পাঠনের কর্মসূচি দারুল ক্বিরাতের আসর অনুষ্ঠিত হয়ে থাকে। এতে বিভিন্ন শাখা কেন্দ্রের মাধ্যমে কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী ছেলে মেয়েরা এই দারুল ক্বিরাতে ভর্তি হয়ে বিশুদ্ধ তেলাওয়াত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

ভারত লতিফিয়া দারুল ক্বিরাত সমিতি গ্রাম বরাকের বিভিন্ন স্থানে এই দারুল ক্বিরাত পরিচালনা করে আসছে। এবারের আসন্ন রমজান মাসেও প্রতিবারের মতো উপত্যকার বিভিন্ন স্থানে দারুল ক্বিরাতের শাখা কেন্দ্র খুলে পবিত্র ক্বোরান শরীফের বিশুদ্ধ তেলাওয়াত প্রশিক্ষণ কর্মসূচি চালানোর জোর প্রস্তুতি চলছিল। এরইমধ্যে মরণব্যাধি কোবিড-১৯ হানা দিয়েছে গোটা বিশ্বে। দেশ রয়েছে লকডাউনে। সরকার বৃহত্তর স্বার্থে সবকিছু বন্ধ রাখার নির্দেশ জারি করেছে। এই অবস্থায় দ্বারুল ক্বিরাত পরিচালনা কোনো অবস্থায় সম্ভব নয় । বিধায় আসন্ন রমজান মাসে আসামের কোথাও দারুল ক্বিরাত পরিচালনা করা হবে না।

মহামারি করুণা ভাইরাসের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভারত দারুল ক্বিরাত লতিফিয়া সমিতি। আজ সমিতির সাধারণ সম্পাদক মওলানা আনোয়ার উদ্দিন তালুকদার বলেন, অতিমারী নোবেল করোনা ভাইরাসের জন্য লকডাউন চলছে সারা দেশে। এই অবস্থায় সরকার সবধরনের জমায়েত নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। সরকারের এই নীতি নির্দেশিকা ও মহামারী করুণা সংকটের কথা মাথায় রেখে আসন্ন রমজান মাসে দারুল ক্বিরাতের আসর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যদিও এই সিদ্ধান্ত দারুল ক্বিরাত পড়ুয়া ও শুভাকাঙ্ক্ষীদের মনে আঘাত দিবে। তবুও এছাড়া আর কোনো উপায় নেই।

তাই সমিতির পক্ষে এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৯৪০ সাল থেকে চলে আসা দারুল ক্বিরাতের ইতিহাসে এই প্রথম রমজান মাসে ক্বোরানের এই আসর বন্ধ থাকবে। শুধু বরাক উপত্যকায় নয়, বাংলাদেশ সহ ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে এই দারুল ক্বিরাত অনুষ্ঠিত হয়ে থাকে। সম্ভবত এবার কোথাও দারুল ক্বিরাত পরিচালনা সম্ভব হবে না, বলেন তিনি ।

নিজ নিজ ঘরে বসেই আসন্ন রমজান মাসে তেলাওয়াত কর্মসূচি অব্যাহত রাখার জন্য দারুল ক্বিরাত পড়ুয়াদের প্রতি আহবান জানান তিনি। পাশাপাশি করুণা সংকট রুখতে সরকারি সব নীতি নির্দেশিকা মেনেই চলার আহবান জানান দারুল ক্বিরাত বোর্ডের এই কর্তা। বিশেষ করে, নিজের পরিবার, সমাজ ও দেশকে এই মহামারী থেকে রক্ষা করতে যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরেই অবস্থান করার আহবান জানান তিনি।

এশিয়াবিডি/মোজাম্মিল/কামরান

আরও সংবাদ