যুক্তরাষ্ট্রে অভিবাসনে সাময়িক নিষেধাজ্ঞা
করোনাভাইরাস মহামারির মধ্যেই যুক্তরাষ্ট্রে অভিবাসন সাময়িকভাবে নিষিদ্ধ করতে নির্বাহী আদেশে সই করতে যাচ্ছেন বলে জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার টুইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
গতকাল সোমবার টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘অদৃশ্য এক শত্রুর আক্রমণ, একই সঙ্গে আমাদের গ্রেট আমেরিকান সিটিজেনদের চাকরি বাঁচাতে আমি যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে অভিবাসন নিষিদ্ধ করতে একটি নির্বাহী আদেশে চুক্তি করতে যাচ্ছি।’
পুরো দেশজুড়ে লকডাউনের বিরুদ্ধে চলছে বিক্ষোভ। অর্থনৈতিক স্থবিরতার আশঙ্কায় দিন গুনছে যুক্তরাষ্ট্র। ২ কোটি ২০ লাখ মানুষ বেকারত্ব ভাতার আবেদন করেছে। সব মিলিয়ে করোনায় এক অস্থিরতা বিরাজ করছে যুক্তরাষ্ট্রে।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে, যুক্তরাষ্ট্রে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৪২ হাজার। দেশটিতে সোমবার এক দিনে আক্রান্ত হয়েছে ২০ হাজারের ওপর। আর মোট শনাক্ত হয়েছে সাড়ে ৭ লাখের ওপর।
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ