নতুন করে ৬ জনের মৃত্যু, আক্রান্ত আরও সহস্রাধিক
মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবে নতুন করে ৬ জন করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি নতুন ১ হাজার ১৪৭ জন নতুন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে আজ একদিনেই। একইসাথে আজকের দিনে ১৫০ জন রোগী করোনাভাইরাস থেকে সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
এরফলে সৌদি আরবে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১১ হাজার ৬৩১ জনে। এখন পর্যন্ত মৃত্যুবরন করেছেন মোট ১০৯ জন, এবং সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬৪০ জন।
নতুন শনাক্ত হওয়া ১ হাজার ১৪৭ জন করোনা রোগীর মধ্যে মক্কা ৩০৫, মদিনা ২৯৯জেদ্দা ১৭১,রিয়াদ ১৪৮আল-হাফুফ ১৩৮, তায়েফ ২৭আল-জোবাইল ১২, তাবুক ১০খোলাইছ ৮, বুরাইদা ৬, দাম্মাম ৫, আল-মাকওয়া ৩,আনিজা ২, আল-হাদা ২,আরআর ২, দাহরান ২,মোহাইল আসির, আলজৌপ, আল-কুনফুজা আল-গুরাইয়াত, সাবত আল আলাইয়া
আল-কুরিয়া এবং আল-বাহা একজন করে করোনা রোগী শনাক্ত করেছে সৌদি স্বাস্থ্য বিভাগ।
ইতিমধ্যেই করোনাভাইরাস প্রতিরোধে মক্কা, মদিনা, জেদ্দা, দাম্মাম সহ আরো বেশকিছু শহরে ও প্রদেশে ২৪ ঘন্টার কারফিউ জারি আছে, এবং বাকি সকল এলাকায় বিশেষ কারফিউ চলমান রয়েছে। আসন্ন রমজানে বাসায় থেকেই সবাইকে নামাজ, রোজা ও সকল প্রকার ইবাদত করার আহ্বান জানিয়েছে সৌদি সর্বোচ্চ ওলামা পরিষদ।
এশিয়াবিডি/জাকির/কামরান