শাহরুখের ছোট ছেলেকে বিয়ের প্রস্তাব!
বলিউড কিং শাহরুখ খান। লকডাউনে অন্য তারকাদের মতো তারও ঘরে সময় কাটছে।
এরই মাঝে গতকাল সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন বলিউড বাদশা। এই সময় এক ভক্ত শাহরুখের ছোট ছেলে আব্রামের সঙ্গে তার ভাতিজির বিয়ের প্রস্তাব দেন।
টুইটে সেই ভক্ত লেখেন, ‘স্যার, আমার ভাতিজি বেদিকা আব্রামকে অনেক পছন্দ করে এবং আমি জানতে চাই সে কি তাকে বিয়ে করতে পারে? আপনি তাকে শুভকামনা জানালে ও আশীর্বাদ করলে খুশি হবো।’
তবে ছেলের বিয়ের ব্যাপারে হ্যাঁ অথবা না কিছু বলেননি এই অভিনেতা। উত্তরে তিনি লেখেন, ‘সৃষ্টিকর্তা তার মঙ্গল করুন। সে দেখতে খুবই সুন্দর।’
প্রশ্ন-উত্তর পর্ব শেষে এই অভিনেতা ভক্তদের উদ্দেশে লেখেন, ‘সবাইকে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেয়ার জন্য ধন্যবাদ। কিছু করার নেই তবে বন্ধ করতে হচ্ছে। দয়াকরে সবাই ঘরেই থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন, পরিষ্কার পরিচ্ছন থাকুন। আর যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের সম্মান করুন। অন্য কিছু করার দরকার নেই শুধু অনেক অনেক ভালোবাসুন। কারণ যে কিছুই করল না সে-ই অসাধারণ কিছু করল।’
এশিয়াবিডি/ডেস্ক/সাইফ