সৌদির দুই মসজিদে ইতিকাফ বন্ধ!

 

এবার আসন্ন রমজানে কেউ মসজিদে অবস্থান অর্থাৎ ইতিকাফ করতে পারবেন না। তাকে অবশ্যই নিজের বাসায় নিরাপদে থেকে নামাজ আদায় করতে হবে। চলমান কোভিড-১৯ পরিস্থিতি অনুযায়ী সৌদির দুই পবিত্র মসজিদে মসজিদুল হারাম ও মসজিদে নববীর নীতি নির্ধারকগণ এই ব্যাবস্থা গ্রহনে বাধ্য হয়েছেন ।

এই ঘোষণা সমূহ এই দুই পবিত্র মসজিদের টুইটার পেইজ থেকে টুইট করা হয়।

দুই মসজিদের শীর্ষ নীতি নির্ধারক শেখ আব্দুল রহমান আল সুদাইস গণমাধ্যমকে নিশ্চিত করেন যে রমজানে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ ও তারাবীহের নামাজ, ইফতার কোনটাই অনুষ্ঠিত হবে না।তিনি জানান পাঁচওয়াক্ত নামাজ ও তারাবীহ শুধুমাত্র মসজিদে যারা কর্মরত আছেন তাদের নিয়ে অনুষ্ঠিত হবে।

আরো জানা যায়

১/ হারামাইনের (মক্কা মদিনার প্রধান দুই মসজিদ) তারাবীতে জনসাধারন শরিক হতে পারবেনা। শুধুমাত্র স্টাফরাই শরিক হবে।

২/ তারাবী ২০ রাকাতের বদলে ১০ রাকাত পড়া হবে।

৩/ প্রথম ইমাম ৩ বৈঠক দ্বিতীয় ইমাম ২ বৈঠক ও বিতর পড়াবে

৪/ হারামাইনের ভিতরে ইফতার সার্ভিস ক্যানসাল। বক্সে করে হারামাইনের এরিয়ায় ইফতার বিতরন করা হবে।

৫/ হারামাইনে ইতিকাফ ক্যানসাল।

৬/ উমরা পরবর্তী নোটিস না আসা পর্যন্ত স্থগিত থাকবে।

৭/ পূর্ন কুরআন খতম করা হবে আর খতম হবে ২৯ ই রমজান তাহাজ্জুদে।

৮/ হারামাইনে নামাজের জন্য প্রবেশ করা স্টাফদের স্বাস্থ পরিক্ষা করা হবে নামাজের সময় প্রবেশের সময়।

এদিকে সৌদিতে করোনা ভাইরাসের মাত্রা দিন দিন বৃদ্ধি হওয়ায় লকডাউন ও কার্ফিউ চলছে
সেই সঙ্গে জানা গেছে এ দুই মসজিদে তারাবি নামাজ ২০রাকাতের পরিবর্তে ১০ রাকাত অনুষ্ঠিত হবে। তথ্যটি নিশ্চিত করেছে দুই মসজিদের রক্ষণাবেক্ষণের চেয়ারম্যান আব্দুর রহমান আল সুদাইস। এতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল আছে।

এছাড়াও বিভিন্ন মসজিদে ইতেকাফও বাতিল ঘোষণা করেছে। সৌদিতে করোনা ভাইরাসের মাত্রা দিন দিন বৃদ্ধি হওয়ায় এবছর তারাবি নামাজ বাসায় পড়ার সিদ্ধান্ত নিয়েছে হারামাইন আল-শরিফাইন। সেই সঙ্গে এ দুই মসজিদে তারাবি নামাজ ২০রাকাতের পরিবর্তে ১০ রাকাত অনুষ্ঠিত হবে। এমনটি নিশ্চিত করেছে দুই মসজিদের রক্ষণাবেক্ষণের চেয়ারম্যান আব্দুর রহমান আল সুদাইস। এতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল আছে, এছাড়াও বিভিন্ন মসজিদে ইতেকাফও বাতিল ঘোষণা করেছেন।

ইতিমধ্যে দুই মসজিদেই সংযুক্ত হয়েছে থার্মাল ক্যামেরা। যা এক সাথে ২৫ জন মানুষের শরীরের তাপমাত্রা মনিটর ও ডেটা সংরক্ষণ করতে পারবে। স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বহুদের থেকে এসব ডাটা পর্যবেক্ষণ ও ব্যাবহার করতে পারবেন।

এশিয়াবিডি/জাকির/সাইফ

আরও সংবাদ