রাজনগরে ‘গরীব এন্ড এতিম ট্রাস্টে’র উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

মৌলভীবাজারের রাজনগরে গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড এর উদ্যোগে খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস ও মাহে রমজানকে সামনে রেখে এসব খাদ্য বিতরণ করা হয়। উপজেলার ৮০  জন হতদরিদ্রের মধ্যে চাল ডাল তেল পেঁয়াজ রসুন হলুদ মরিচ সহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়। বুধবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আলহাজ্ব লিলজান বিবি মহিলা মাদ্রাসার মাঠে উপজেলা বিভিন্ন এলাকার ও দরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউকে প্রবাসী মাওলানা শেখ সালেহ আহমদ হামিদী সার্বিক ব্যবস্থাপনায় তত্ত্বাবধানে হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এর আগে নবীগঞ্জ উপজেলায় ১০০ টি পরিবার, কুলাউড়া উপজেলা ১০০, বিয়ানীবাজার, উপজেলায় ১০০, গোলাপগঞ্জ উপজেলায় ১০০ টি, বালাগঞ্জ উপজেলা ১০০ টি, শ্রীমঙ্গল উপজেলায় ৫০০ টি ও লালমনিরহাট উপজেলায় ১৪৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসব উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলায় ও হতদরিদ্রদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ এর কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।

রাজনগর উপজেলার সদর ইউনিয়নের লামাপাড়া গ্রামের লাইলী বেগম (৬৫) বলেন, সামনে রমজান মাস আমি আমার এক মেয়ে সব আমরা বসবাস করি। আমার মেয়ে মানুষের কাজ করে যা পায় তাই দিয়ে আমরা চলছি। গরিবের ইয়াতীম ট্রাস্টের উদ্যোগে আমাদেরকে যে মাল দেওয়া হয়েছে আমরা রমজানের কিছুদিন হয়তো চলতে পারব। যাদের সহযোগিতায় আমাদেরকে এসব খাদ্য দেওয়া হয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুন। আমরা আশা রাখি গরীব এন্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড ভবিষ্যতেও আমাদের পাশে দাঁড়াবে।

এশিয়াবিডি/সোহেল

আরও সংবাদ