রাজনগরে আমেরিকা প্রবাসীর পক্ষ থেকে ত্রান বিতরণ

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে মহামারী করোনাভাইরাস সংক্রামন রোধে বাড়িতে থাকা অসহায়, কর্মবিমুখ গরিব, দু:খী মানুষের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ত্রান সামগ্রী বিতরণ করছেন আমেরিকা প্রবাসী রাহেল হোসেনের পরিবার।

বুধবার (২২ এপ্রিল) মুন্সিবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে করোনা ভাইরাস মহামারীতে ঘরবন্দী গরিব অসহায়দের বাড়ি বাড়ি গিয়ে দুইশত এর বেশি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন রাহেল হোসেনের বড় ভাই ইকবাল হোসেন, শাহাদাৎ হোসেন, জিয়াদুল ইসলাম সাকিব, জাহাঙ্গীর মিয়া, ছালেক মিয়া।

আমেরিকা প্রবাসী রাহেল হোসেন ফোনে এশিয়াবিডিকে বলেন, করোনা জনিত কারণে মানুষ স্বেচ্ছায় গৃহবন্ধী। এতে অনেকেই খাদ্য সমস্যায় আছে । এই ক্রান্তি লগ্নে আমার ইউনিয়নের অসহায় কর্মহীন মানুষের পাশে দুর্যোগময় সময়ে প্রত্যেকেই যার যার স্বামর্থ অনুযায়ী অসহায় অক্ষম মানুষের পাশে দাড়াঁলে ভাল হবে।
তিনি আরো বলেন আমার পরিবারের পক্ষ থেকে এই পর্যন্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এশিয়াবিডি/ডেস্ক/কামরান

আরও সংবাদ