নতুন করে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত

মৌলভীবাজার জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২ জন।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌউহিদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান বুধবার (২২ এপ্রিল) রাত ১১টার দিকে সিলেট থেকে ফোনে জানানো হয়েছে মৌলভীবাজারে ২ জনের করোনা পরীক্ষার রেজাল্ট পজেটিভ এসেছে।

আক্রান্ত দুইজনের বাড়ি জেলার কুলাউড়া উপজেলায়। এদের একজন পুরুষ এবং একজন নারী। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। এদের একজনের শারীরিক অবস্থা অনেকটাই ভালো অবস্থায় আছে। তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আছে এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে- জানান সিভিল সার্জন।

এদিকে মৌলভীবাজারের রাজনগের গত ৪ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে সানচু মিয়া (৪৫) নামে এক পান সিগারেটের দোকানদার মারা যান। পরদিন ৫ এপ্রিল তার করোনা নমনু পরীক্ষায় পজিটিভ আসে। এটাই ছিলো জেলার প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্তের ঘটনা।

এশিয়াবিডি/ ডেস্ক/ মুবিন 

আরও সংবাদ